বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘এ ভাই, যারা দেখকে চলো’ সাদাব খানদের খোঁচা দিল দিল্লি পুলিশ 

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

এ-ভাই-যারা-দেখকে-চলো-সাদাব-খানদের-খোঁচা-দিল-দিল্লি-পুলিশ 

এ-ভাই-যারা-দেখকে-চলো-সাদাব-খানদের-খোঁচা-দিল-দিল্লি-পুলিশ 

কথায় আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। এবারের এশিয়া কাপে সেটাই হলো পাকিস্তানের কপালে। দুই ফিল্ডার একসঙ্গে দৌড়ে গিয়ে ক্যাচটা তালুতে পড়েছিলেন আসিফ আলি, একই সময়ে শাদাব সেখানে গিয়ে ধাক্কা খান। হাত ফসকে যাওয়া সেই বল পরে বাউন্ডারি দড়ির বাইরে চলে যায়। ক্যাচ তো হলোই না হলো বাউন্ডারী।

এই সুযোগে সে ঘটনাকেই জনসচেতনতায় কাজে লাগালো ভারত পুলিশ। পাকিস্তানকে খানিকটা খোঁচা দিয়েই সে ঘটনাকে জনসচেতনতার কাজে ব্যবহার করল দিল্লি পুলিশ।

পাকিস্তানের ক্রিকেটারদের এই অসাবধানতা বা অসতর্কতাকেই জনসচেতনতা তৈরিতে ব্যবহার করেছে দিল্লি পুলিশ। 

রোববার (১২ সেপ্টেম্বর) নিজেদের টুইটারে পাকিস্তান-শ্রীলংকার ম্যাচের সেই মুহূর্তের ভিডিও দিয়ে ক্যাপশনে লিখে দেয়া হয়েছে, ‘এ ভাই, যারা দেখকে চলো।’ 

অর্থাৎ বলা হয়েছে, রাস্তায় দেখে না চললে ধাক্কা লাগতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে। হতে পারে ক্ষতি। এ সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান ক্রিকেট দলকে খোঁচাও দিয়েছে তারা।

উল্লেখ্য, দিল্লিতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে দিল্লি পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাস্তায় কীভাবে চলাচল করা উচিত, তা নিয়ে দিল্লিবাসীকে সচেতন করছেন পুলিশ কর্মীরা। সেই কর্মসূচির অংশ হিসেবেই ম্যাচের ওই অংশের ভিডিও ব্যবহার করা হয়েছে। দিল্লি পুলিশের পোস্টটিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। 

এশিয়া কাপের ফাইনালে রোববার (১১ সেপ্টেম্বর) লঙ্কানদের বিপক্ষে দুইটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দিয়েছিলেন পাকিস্তানের শাদাব খান। দুইবার জীবন পেয়ে ভানুকা রাজাপাকসে শেষ পর্যন্ত খেলেন ৪৫ বলে ৭১ রানের ম্যাচসেরা ইনিংস। পরে শাদাব নিজেও স্বীকার করে নেন, তার ক্যাচ মিসের কারণেই দল হেরেছে।

Provaati
    দৈনিক প্রভাতী